হাজীপুরে ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন সূর্য তরুণ ক্রিকেট ক্লাব
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৩, ৫:৫২:৪২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার হাজীপুর ক্রিকেট লীগ সিজন-৩ টুর্নামেন্টে সূর্য তরুণ ক্রিকেট ক্লাব ৩ নং ওয়ার্ড মনু প্লেয়ার্স গ্রাউন্ড ৪ নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার হাজীপুর ইউনিয়ন ক্রিকেটার্সের আয়োজনে কটারকোনা কে.সি স্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি ১০ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৬ হাজার টাকার প্রাইজমানি পুরস্কার বিতরণ করেন শাহজাহান মিয়া।
বিশেষ অতিথি ছিলেন আহমেদুর রহমান নোমান, শাহেদ নুর, আতাউর রহমান আতা, জুবের খাঁন, শেখ আতিকুর রহমান টুকু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আবদুল মালিক চৌধুরী শামিম ও পুলকেশ নাগ।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি এবং প্রাইজমানির দাতা হলেন হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা ও সিনিয়র উপদেষ্টা শেখ নিজামুর রহমান টিপু।