আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভর্তি মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৩, ৬:৩৩:৫৯ অপরাহ্ন
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন রোববার সকালে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ’র সভাপতিত্বে ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর ম্যানেজিং ট্রাস্টি ড. আহমদ আল ওয়ালী।
অনুষ্ঠানে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের ডীন প্রফেসর ড. তোফয়েল আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. এস. এম ফরিদুল ইসলাম লতিফী, ইউনিভার্সিটির প্রক্টর ও সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ছাত্র বিষয়ক উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল আনসারী, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, ইংলিশ ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক নুসরাত রিকজা, এপ্লাইড হেলথ্ এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক খান মোহাম্মদ আজিমুস শফিক, আরটিএম এর সিলেট অঞ্চলের হেড অব অপারেশনস মোহাম্মদ হোসাইন চৌধুরী, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের প্রধান মুশিবা খানম (সমো) সহ সকল ফ্যাকাল্টি ও কর্মকর্তাবৃন্দ ছাড়্াও স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের পরিচালক (শিক্ষা) অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, মঈন উদ্দিন মঞ্জু উপস্থিত ছিলেন।
শুরুতেই আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলা ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর ম্যানেজিং ট্রাস্টি ড. আহমদ আল ওয়ালী ও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
উল্লেখ্য, সিলেটের সামগ্রিক অবস্থা বিবেচনায় এডমিশন ফেয়ার উপলক্ষে স্পট এডমিশনে ৫০% ওয়েভার সহ শর্তসাপেক্ষে শতভাগ স্কলারশিপেরও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তানদের ভর্তি ফিতে শতভাগ ওয়েভার ও স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। বিজ্ঞপ্তি