জগন্নাথপুরে ব্যবসায়ীদের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৩, ৭:০৭:১০ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহর যানজটমুক্ত রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা রাতে ঐতিহ্যবাহী জগন্নাথপুর সদর বাজারের বড় গলিতে ব্যবসায়ীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন।
জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও ব্যবসায়ী শশী কান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল জব্বার, পৌর আওয়ামীলীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, শিক্ষক রমেন্দ্র কুমার গোপ, ব্যবসায়ী বশির আহমদ, মতিউর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, ব্যবসায়ী শায়েক আহমদ, ব্যবসায়ী শাকিল আহমদ প্রমূখ।
এতে আওয়ামীলীগ নেতা আকমল খান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় বণিক, শালিসি ব্যক্তি শাহ আবদুর রাজ্জাক, ব্যবসায়ী নিতাই লাল দেব, হীরা মোহন দেব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পীর ছালিক আহমদ সহ সর্বস্তরের ব্যবসায়ী-জনতা অংশ গ্রহণ করেন।