দায়িত্বপালনে সহযোগিতা চাইলেন নবাগত এসএমপি কমিশনার
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৩, ৮:৩৫:৪২ অপরাহ্ন
সিলেট প্রেসক্লাবের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : দায়িত্বপালনকালে সিলেটের সাংবাদিকের সহযোগিতা চাইলেন সিলেট মেট্র্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম। রোববার বিকেল সাড়ে ৪টায় এসএমপির হেডকোয়াটার্সের কনফারেন্স রুমে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে এক মতবিনিময় কালে এ সহযোগিতা চান তিনি।
এ সময় উপস্থিত সাংবাদিকরা নগরীর বিদ্যমান বিভিন্ন অপরাধসমূহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থায় বিদ্যমান সমস্যা, ফুটপাতের অবৈধ হকার, অবৈধ পার্কিং, অবৈধ সিএনজি অটোরিকশা, কিশোর গ্যাং, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, প্রবাসীদের জায়গা ও বসতবাড়ির নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। পাশাপাশি একই সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল প্রচেষ্টার সঙ্গে থাকবেন বলে সাংবাদিকরা অভিমত ব্যক্ত করেন।
শুরুতে এসএমপি কমিশনার বলেন, সিলেট শুধু যে পূন্যভূমি তা নয়, অন্য অঞ্চলের চেয়ে সিলেটের মানুষ অনেক অগ্রসর। এমন এলাকায় দায়িত্ব পালন সত্যিই আনন্দের।
তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রনে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে। অপরাধ ও অপরাধীকে ছাড় দেয়া হবেনা। এজন্য সাংবাদিক ও নগরবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অপর এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, প্রবাসী ও দূর্বলদের জায়গাজমি ও বসতবাড়ি দখল সংক্রান্তে কোন অভিযোগ আসলে খুব দ্রæততম সময়ের মধ্যে পুলিশ অ্যাকশনে যাবে। পুলিশ কর্তৃক জনসাধারণ কিংবা যাত্রীদের হয়রানির অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া এবং রাত্রী ও ভোরবেলা যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
নগরের যানজট প্রসঙ্গে প্রশ্নের জবাবে এসএমপি কমিশনার বলেন, যানজটের কারণ চিহ্নিত করে তা নিরসনে প্রচেষ্টা চলবে সবসময়। যানজটের মূল কারণ চালকদের অদক্ষতা, এলোমেলো পার্কিং ও অসচেতনতা।
নগরের অবৈধ হকার প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে ইতোমধ্যে আলাপ-আলোচনা হয়েছে। ইতিমধ্যে একশনও শুরু হয়েছে। এটি অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ও সময় টিভি’র বিশেষ প্রতিনিধি ইকরামুল কবীর, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সহ সভাপতি আব্দুল হান্নান, ইত্তেফাক সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ, দৈনিক সিলেটেরে ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র সমর, সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ, দৈনিক জালালাবাদ এর যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও এন টিভি প্রতিনিধি মারুফ আহমদ, খবর পত্রের সিলেট প্রতিনিধি আব্দুল মতিন, ভোরের কাগজের ফারুক আহমদ, নয়া দিগন্ত সিলেট ব্যুরো প্রধান এ টি এম তুরাব, আজকের পত্রিকা সিলেট প্রতিনিধি শাকিলা ববি, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার সুনীল সিংহ, নিউ নেশন সিলেট প্রতিনিধি শফি আহমদ, সাংবাদিক আবু তালিব মুরাদ, নাজমুল ইসলাম পাবেল, সাইমুম আনজুম ইভান প্রমুখ।