বিভাগ শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেলো রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৩, ৮:২৬:০৫ অপরাহ্ন
বাংলাদেশের ৮টি বিভাগের ৬৮টি ইউনিটের মধ্যে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট বিভাগের শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হয়ে অ্যাওয়ার্ড পেয়েছে। বিদায়ী বছর ২০২২ সালে কার্যক্রমের উপর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত করা হয় সিলেট ইউনিটকে।
শনিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঢাকাস্থ হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত সোসাইটির ৬৮টি ইউনিটের চেয়ারম্যান ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত কর্মশালায় সোসাইটির চেয়ারম্যান সাবেক এমপি মেজর জেনারেল অবঃ এটিএম আব্দুল ওয়াহাব এর হাত থেকে অ্যাওয়ার্ড এবং ১ লক্ষ টাকার চেক গ্রহণ করেন সিলেট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, রেড ক্রিসেন্ট’র ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল। বিজ্ঞপ্তি