শাবিপ্রবিতে র্যাগিং :আরো ১৫ কার্যদিবস সময় চায় তদন্ত কমিটি
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৩, ৮:৫১:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের র্যাগিং করার অভিযোগে ব্যবসায় প্রশাসন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও জমা তা দিতে পারেনি কমিটি। এতে আরো ১৫ কার্যদিবস সময় চেয়ে আবেদন করেছেন তারা। রোববার বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
আহ্বায়ক বলেন, র্যাগিংয়ের ঘটনায় ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এ ঘটনার সত্যতা বের করতে আরো ১৫ কার্যদিবস সময় চেয়েছি। আশা করছি, এ সময়ের মধ্যে তদন্ত শেষ হবে।
এর আগে ২০ ফেব্রæয়ারী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের ১১১ নম্বর কক্ষে কয়েকজন সিনিয়র কর্তৃক জুনিয়রদের র্যাগিং করার অভিযোগ উঠে। ২২ ফেব্রæয়ারি ভুক্তভোগী এক শিক্ষার্থী বিভাগীয় প্রধানের কাছে অভিযোগ দেন। সেদিন ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত সকলেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।