তাহিরপুরে ১২৯ বিদ্যালয়ে কম্পিউটার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৩, ৫:২৪:৫৫ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি বিদ্যালয়ে একটি করে কম্পিউটার বিতরণ করা হয়েছে। রোববার সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের মাধ্যমে কম্পিউটার প্রদান করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আবুল কায়েরসহ উপজেলার একশত উনিশটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।