রঙ্গারচর-হরিনাপাটী উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত কমিটিকে বরণ
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৩, ৫:৪৭:০৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর-হরিনাপাটী উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটিকে বরণ করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক। সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল আলীম। সহকারি শিক্ষক মো. আব্দুল কুদ্দুছের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. ফারুক আহমদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাডা প্রবাসী আবুল হাসনাত মোহাম্মদ মাসরুর ও সাংবাদিক রেজাউল করিম। এর আগে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সভায় কমিটির শিক্ষানুরাগী সদস্য পদে মো. মস্তফা কামালকে মনোনীত করা হয়।
এসময় নবনির্বাচিত কমিটির সদস্য মো. আবুল কালাম, মো. জমশির আলম, মো.আজিজুর রহমান, মো. মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি মো.আব্দুল আউয়াল, মো. আব্দুল কুদ্দুছ, সাবিনা সিদ্দিকা, মহিলা সদস্য নাসিমা বেগম উপস্থিত ছিলেন।