কমলগঞ্জে কামারছড়া বিটের সিডিএফ কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৩, ৬:৪৭:১১ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: টেকসই বন জীবিকা সুফল প্রকল্প বন অধিদপ্তর সিলেট এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জের কামারছড়া বন বিটের সিডিএফ এর অর্থায়নে ৩ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে বক্স কালভার্ট নির্মাণ কাজের কাজের উদ্বোধন করা রহয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় আলীনগর ইউনিয়নের কামারছড়া বিট অফিসে নির্মাণ কাজের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। সিএফএমসির কমিউনিটি উন্নয়ন তহবিল এর সিএনআর এসের ফিল্ড ফ্যাসিলিটেটর মো: নজরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান, রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বিট কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, বিট কর্মকর্তা রামেশ্বর গড়, ইউপি সদস্য তবিরুন বেগম প্রমুখ।