ওসমানীনগরে যুবতীর রহস্যজনক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৩, ৯:০৩:২১ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পোড়ানো যুবতীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের নাম কলি বেগম (২২)। সে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামের ফখরুল ইসলাম এর মেয়ে। ঘটনার পর একদিন অতিবাহিত হলেও কোন ক্লু উদঘাটন করা যায়নি বলে প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।
জানা যায়, রোববার সন্ধ্যায় মাঠে খেলা শেষে নিহতের বাড়ির পার্শ্ববর্তী রাস্তার কালভার্টের নীচে ছোট ছোট ছেলেরা আগুন জ্বলতে দেখে। এসময় তারা এগিয়ে গিয়ে দেখে একজন মহিলার সারা শরীরে আগুন জ্বলছে। ছেলেদের চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে এসে দেখেন ফখরুল ইসলাম এর মেয়ে কলি বেগমের শরীরে আগুন জ্বলছে। কিন্তু ততক্ষণে কলির পা থেকে মাথা পর্যন্ত সারা শরীর পুড়ে ঝলসে যায় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওসমানীনগর সার্কেল এর এএসপি রফিকুল ইসলাম, ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ এসএম মাইন উদ্দিন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সোমবার ময়না তদন্তের পর জানাজা শেষে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহতের চাচা সমশির উদ্দীন বলেন, নিহত কলির পিতা ফখরুল ইসলাম এর দুই স্ত্রীর পক্ষে চার সন্তান রয়েছে। কিছুদিন আগে ফখরুল আরেকটি বিয়ে করে এবং আগের দুই স্ত্রী, চার সন্তান ফেলে নতুন স্ত্রী নিয়ে অন্যত্র চলে যায়। ইতোমধ্যে কলির বিয়ের জন্য বিভিন্ন স্থান থেকে প্রস্তাব আসে। কিন্তু পিতার ঘটনা জানার পর কোন বরপক্ষ সম্পর্ক করতে রাজি হয়নি। ধারণা করছি এমন অভিমানে সে আত্মহত্যা করতে পারে।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ এসএম মাইন উদ্দিন বলেন, ঘটনার কোন ক্লু এখনও উদ্ধার হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।