শাহজালাল ট্যুরিস্টস্ সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৩, ৯:১৯:৫১ অপরাহ্ন
শাহজালাল ট্যুরিস্টস্ সোসাইটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৮ম বর্ষে পর্দাপণ উপলক্ষে এক আলোচনা সভা, কেক কাটা ও নৈশ ভোজের আয়োজন করা হয়। সোমবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাহজালাল ট্যুরিস্টস্ সোসাইটির সভাপতি মো. আব্দুল ওদুদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা (যুগ্ম সচিব) মো. বদরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর যুগ্ম পরিচালক ও শাহজালাল ট্যুরিস্টস্ সোসাইটির উপদেষ্টা মো. সাজাদ্দুর রহমান, অগ্রণী ব্যাংক লি. এর সাবেক ডিজিএম ও শাহজালাল ট্যুরিস্টস্ সোসাইটির উপদেষ্টা মো. আজিজুল হক, ডিআইজি অফিস সিলেটের ইনর্চাজ মো. আব্দুন নূর, শাহজালাল ট্যুরিস্টস্ সোসাইটির উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের চিফ এসেসর চন্দন দাস, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটন মোটেল সিলেট এর ইউনিট ম্যানেজার মোতাহারুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ সিলেট জোন এর ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্দুস সালাম আরিফ। স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল ট্যুরিস্টস সোসাইটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন তাজপুর ডিগ্রী কলেজের অধ্যাপক মো. খছরুজ্জামান, নেহারিপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব কামরান হোসাইন, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ডাচ বাংলা ব্যাংক লামাবাজার শাখার ম্যানেজার মো. আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শাজালাল ট্যুরিস্টস সোসাইটির সভাপতি মো. আব্দুল ওদুদ এর পিতার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শাহজালাল ট্যুরিস্টস সোসাইটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং নৈশ ভোজের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন শাহজালাল ট্যুরিস্টস সোসাইটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লাকি আহমদ। বিজ্ঞপ্তি