মধ্য শাবানের রজনী আজ
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৩, ১২:৩০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আজ হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ। আজকের দিবাগত রাতকে হাদিসের পরিভাষায় ‘লাইলাতুন নিস্ফ মিন শাবান’ অর্থাৎ ‘শাবানের মধ্যবর্তী রজনী বলা হয়। তবে এ রাত উপমহাদেশে ‘শবে বরাত’ হিসেবেই বেশী পরিচিত।
প্রতিবছরের মতো এবারো আজকের রাতে দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা রাত জেগে ইবাদত বন্দেগি ও নামায আদায় করবেন। সিলেটেও এ রাতটি বরণে ঘরে ঘরে প্রস্তুতি নেয়া হয়েছে।
আসন্ন মাহে রমজানের প্রস্তুতি গ্রহণের জন্য মধ্য শাবানের রাতটি খুবই গুরত্ব বহন করে। মুসলমানরা আজ-কাল কিংবা কাল-পরশু দুটি রোযা রাখবেন।
আজকের রাতে সিলেটের মসজিদগুলোতে ওয়াজ, দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত, হামদ নাতসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।