পাকিস্তানে ‘আত্মঘাতী’ হামলায় ৯ পুলিশ নিহত
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৩, ৯:৪৪:২৯ অপরাহ্ন
জালালালাবাদ ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে এক ‘আত্মঘাতী’ বোম হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছে। বোলনের কাম্ব্রি সেতুর কাছে সোমবার সকালে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
এসএসপি মাহমুদ নোটেজাই জিও নিউজকে বলেন, প্রাথমিক প্রমাণে একে আত্মঘাতী হামলা বলেই মনে হচ্ছে। তবে আরো তদন্তসাপেক্ষে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।
পুলিশ জানায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক। তাদেরকে সমন্বিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশের এই বাহিনীটি গুরুত্বপূর্ণ ইভেন্ট এবং স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করে থাকে।
খাইবার পাকতুনখাও এবং আফগান সীমান্ত-সংলগ্ন এলাকাগুলোতে দফায় দফায় হামলার প্রেক্ষাপটে এই আক্রমণ হলো। গত নভেম্বরে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সাথে আলোচনা ভেঙে যাওয়ার পর গ্রুপটি বেলুচিস্তানে ব্যাপক হামলা চালাচ্ছে।