রমজানে ১০ লাখ পবিত্র কোরআন বিতরণ করবে সৌদি
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৩, ৯:৫৩:৩৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বিশ্বজুড়েই মুসলমানদের দরজায় কড়া নাড়ছে রমজান। সিয়াম-সাধনার এই মাসে বিদেশে ১০ লাখ কপি পবিত্র কোরআন বিতরণ করবে সৌদি আরব।
রোববার সৌদি বাদশাহ সালমান এক আদেশে এ অনুমোদন দিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনে আরও বলা হয়, বিতরণ করা পবিত্র কোরআনগুলো হবে বিভিন্ন আকারের। এর মধ্যে থাকবে ৭৬টিরও বেশি ভাষায় অনুবাদ করা কপি। সৌদি আরবের মদিনায় কিং ফাহাদ গ্লোরিয়াস প্রিন্টিং প্রেসে মুদ্রিত হবে এসব পবিত্র কোরআন, যা পৃথিবীর ২২টি দেশের ইসলামিক সেন্টারগুলোতে পাঠানো হবে।
সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের শায়খ ড. আব্দুললতিফ বিন আব্দুলআজিজ আল-শেইখ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পবিত্র কোরআনের কপিগুলো যাতে বিতরণ করা যায়, এজন্য প্রস্তুতি শুরু হয়েছে।