একমাসে বিএসটিআই’র সোয়া লক্ষ টাকা জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ৭:০৮:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিগত ফেব্রুয়ারি মাসে ১ লাখ ১৬ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। ১২ টি মামলা থেকে তারা এই টাকা আদায় করেন। সংস্থার সিলেট বিভাগীয় অফিসের প্রধান ও উপ পরিচালক মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় বিগত ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগের ৪ জেলায় ১২টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। এসময় বেকারি, ডিপার্টমেন্টাল স্টোর, মুদি দোকান ও মাছ-মাংসের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এতে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ ও বিএসটিআই আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করেন। তাছাড়া একই সময় বিভিন্ন জেলায় ১৪টি সার্ভিল্যান্স অভিযানও চালায় তারা। এসময় একই আইন লঙ্ঘনের দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে নিয়মিত একটি মামলা করা হয়।