গোয়াইনঘাটে ৭ মার্চ পালিত
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ৫:৪১:৩৩ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করে। সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসন, পরিষদ, মুক্তিযুদ্ধা কমান্ড, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। দুপুরে হলরুমে ইউএনও তাহমিলুর রহমানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।