শাহজালাল জামেয়ায় শিক্ষিকার বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ৫:৪৩:৪৯ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের ইনচার্জ সেলিনা আক্তার ক্রোড়ীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় প্রতিষ্ঠানের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্ণিং বডির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষিকা সেলিনা আক্তার ক্রোড়ী। এসময় তিনি তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথি অধ্যাপক ফজলুর রহমান তার বক্তব্যে বিদায়ী শিক্ষিকা সেলিনা আক্তার ক্রোড়ীর সততা ও নিষ্ঠার মাধ্যমে বিদ্যালয়কে সুন্দর ও সুচারুরূপে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করায় তার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে ইংলিশ ভার্সনের ইনচার্জ হিসেবে তার নিরলস পরিশ্রমকে তিনি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা কামাল সহকারি প্রধান শিক্ষক, রফিকুল ইসলাম মজুমদার সহকারি অধ্যাপক ও কলেজ ইনচার্জ, মোর্শেদা আক্তার প্রভাষক ও কলেজ ইনচার্জ, জাকিয়া নুরী চৌধুরী ইনচার্জ (মাধ্যমিক শাখা), বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম, সিনিয়র শিক্ষক মুহিব আলী, ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভিন ও প্রাক্তন শিক্ষিকা নাজমা খানম প্রমুখ। বিজ্ঞপ্তি