সিলেটে সমাজসেবা কার্যালয়ের চেক বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ৫:৪৪:৪৯ অপরাহ্ন
সিলেট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর অধীনে ২০২২-২৩ অর্থবছরের প্রথম কিস্তির চেক বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান।
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ১৯জন রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে মোট ৯ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া সিলেট জেলার ১৩টি উপজেলার ১৮১জন রোগীর মধ্যে ৫০ হাজার করে মোট ৯০ লক্ষ ৫০ হাজার টাকা জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি