বাদেপাশা ইউনিয়ন পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে সভা
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ৫:৪৫:৪৭ অপরাহ্ন
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বর্তমান পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ জাহিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ, ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালেহ আহমেদ, আরব আমিরাতের আজমান আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মাস্টার আব্দুস সালাম। অনুষ্ঠানে বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন সংস্থা, শেখ নিদাই সমাজ কল্যাণ সংস্থা ও এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখায় মায়া ফুসকা এ্যান্ড কফি হাউস স্বত্বাধিকারী আব্দুল কালামকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
৪নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মহি উদ্দিন রুবুল, অর্থ সম্পাদক আব্দুল কালাম। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি