সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ৫:৪৬:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর আয়োজনে সুনামগঞ্জ জেলা পুলিশর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ এহসান শাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ নারী কল্যাণ সংস্থার সাধারণ স¤পাদক দিলারা আলম, মহিলা সংস্থার সভাপতি ফৌজি আরা শাম্মি, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক বখত, সুনামগঞ্জ রিপার্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা মুক্তিযুদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার নুরুল মোমেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মজিদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মহিলা পরিষদের সাধারণ স¤পাদক শরীফা আশরাফী, সাংবাদিক পংকজ দে প্রমুখ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ডিবি ওসি নন্দন কান্তি ধর, ডিআইও ১ আজিজুল ইসলাম, ডিআইও ২ আব্দুল লতিফ তরফদার।