শ্রীমঙ্গলে শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ৫:৪৮:২৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল মিশন রোডের বাসিন্দা লন্ডন প্রবাসী দেলওয়ার হোসেন এর পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধী তাছলিম বেগমকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। বুধবার শ্রীমঙ্গল প্রেসক্লাবের মরহুম খাঁন ও বিপুল রঞ্জন চৌধূরী মিলনায়তনে এক সংক্ষিপ্ত পরিচিতি অনুষ্ঠানের মাধ্যমে তাছলিম বেগমকে হুইল চেয়ার প্রদান করা হয়। তাছলিম বেগম শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার মৃত সবুজ মিয়ার মেয়ে।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সহ সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মামুন আহম্মেদ, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ সিদ্দিকী, ক্লাবের কার্যকরি সদস্য মো. সাকির আহমেদ, নুর মোহাম্মদ সাগর, সৈয়দ আমিরুজ্জামান, শামীম আহমদ, রুবেল আহমেদ, প্রথম আলোর প্রতিনিধি শিমুল তরফদার ও মাওলানা আব্দুর রহিম নোমানী ও প্রবাসীর বন্ধু সোয়েব আহমদ প্রমুখ।