গোয়াইনঘাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ৬:২৭:৫১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা বুধবার বিকেল ৩টায় প্রশাসনিক কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
ইউএনও তাহমিলুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল মালিক।
সভায় ওয়ার্ল্ডভিশনের কর্মকর্তা কর্মচারী, মা ও শিশু সহায়তা প্রকল্প এনডিপির ত্রিদ্বীপ কুমার চক্রবর্তী, দীপ্ত, হুমায়ুনসহ মাঠ কর্মচারী ও মহিলা বিষয়ক অফিসের বিভিন্ন প্রকল্পের নারী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পূর্বে ইউএনও তাহমিলুর রহমানের নেতৃত্ব বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।