নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হবে —ইকবাল সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ৬:৩১:২২ অপরাহ্ন
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী বলেছেন, সামাজিক ও পারিশ্রমিক মর্যাদা রক্ষা করে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হবে। নারীদের সম্মান দিলে সমাজ বেশী উপকৃত হবে। তাই সামাজিক দিক দিয়ে নারীরা মূল্যায়িত হলে সন্তানরাও সঠিকভাবে গড়ে উঠবে। কারণ সামাজিক পরিবর্তন আনতে হলে নারীদের মর্যাদা রক্ষার বিকল্প নেই।
তিনি বুধবার বিশ্ব নারী দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের উদ্যোগে আয়োজিত সিলেট প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেযে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মো.কাউসার আহমদ, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার আহমদ, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, নারী সংগঠক ফাহিমা আক্তার ও অধ্যাপক জামাল হোসেন। মুল বক্তব্য পাঠ করেন মানবাধিকার কর্মী আলী আহসান হাবীব।
এতে অংশ নেন মানবাধিকার কর্মী মোহাম্মদ শাহ আলম, শাবিপ্রবির ছাত্র আসাদুল্লাহ, নাহিদ ইসলাম, শাহিন ইসলাম, সংগঠক মো.আশরাফুল হক, মো.ইমরান আহমদ, মো.সোহেল আহমদ, মঞ্জুর আহমদ ও সৈয়দ কায়সান ফাইয়াজ প্রমুখ। বিজ্ঞপ্তি