জগন্নাথপুরে ৭ মার্চ পালন
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ৬:৫৮:১৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, র্যালি ও আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলামের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, অস্থায়ী উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হক, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, ইলিয়াছ মিয়া, ওসি (তদন্ত) সুশংকর পাল, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, মাওলানা জুবায়ের আহমদ, ধীরেন্দ্র সূত্রধর ও সাংবাদিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও অংশ গ্রহণ করেন।
এছাড়া জগন্নাথপুর আওয়ামীলীগের উদ্যোগে পৃথক ভাবে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, র্যালি ও আলোচসাভা সহ দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।