দোয়ারায় ৭ মার্চ পালন
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ৭:০১:৫৭ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ মোর্শেদ মিশু। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সালেহীন খান, উপজেলা মৎস্য অফিসার তুষার কান্তি বর্মন, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমেদ, উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান, জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা সফর আলী প্রমুখ।