বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেশপ্রেমে উদ্দীপনা সৃষ্টিকারী ভাষণ —বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ৭:০৪:১৬ অপরাহ্ন
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেশপ্রেমে উদ্দীপনা সৃষ্টিকারী ভাষণ। যাতে ছিল স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার সুনির্দিষ্ট দিক নির্দেশনা। তিনি বলেন, এ দিনে মুক্তিসংগ্রামের মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের রূপরেখা রচিত হয়েছিলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে সমবেত জনতার সামনে যে ভাষণ দিয়েছিলেন, তা বিশ্ব দরবারে আজ সমাদৃত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তিনি আরো বলেন, এ ১৮ মিনিটের ভাষণে দেশ কীভাবে পরিচালিত হবে, কীভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত হবে এবং কীভাবে চুড়ান্ত বিজয় অর্জিত হবে- সবকিছুই বঙ্গবন্ধু উদ্ধৃত করেছেন।
জেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল অডিটোরিয়ামে মঙ্গলবার ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৩’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার)-পিপিএম-সেবা, এসএমপি’র পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার)-পিপিএম, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন,
মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চের অনুষ্ঠান শুরু হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ক্রোড়পত্র প্রকাশ, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ভিডিও প্রদর্শন ও বিশেষ অনুষ্ঠান প্রচার, বঙ্গবন্ধুর ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি