গোলাপগঞ্জে লরি থেকে সহকারীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ৭:১০:৫৭ অপরাহ্ন
গোলাপগঞ্জ সংবাদদাতা: গোলাপগঞ্জে তেলবাহী লরির ট্যাংকির ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজার থেকে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ সামছুল ইসলাম কুদ্দুস (৫০) নামে ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে। তিনি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল ফলিকের ছেলে ও ওই ট্যাংক লরির চালকের সহকারী ছিলেন।
জানা যায়, মঙ্গলবার শবে বরাতের রাতে ডিউটি শেষ করে আর বাড়িতে যাননি সামছুল ইসলাম কুদ্দুস। তখন বাড়ির লোকজন ও গাড়ির চালক তার খোঁজ করছিলেন। পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে গাড়ির চালক গাড়ির পাশে গিয়ে সামছুল ইসলাম কুদ্দুসের মুঠোফোনে কল দিলে লরির ট্যাংকির ভিতরে রিং টোনের শব্দ শুনতে পান। তখন গাড়ির উপরে উঠে চালক দেখতে পান ট্যাংকির ঢাকনা খোলা ও ট্যাংকির ভেতরে সামছুল ইসলাম কুদ্দুসের লাশ পড়ে আছে।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সকাল সাড়ে ৭টার দিকে গাড়ির ট্যাংকির ভেতর থেকে সামছুল ইসলাম কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ট্যাংকির ভেতরে ঢুকে গ্যাসের বিষক্রিয়ার কারণে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তিনি মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিষয়টি পুরোপুরি জানা যাবে।