শুক্রবার ওসমানী মেডিকেল ও বন্দর-চৌহাট্টায় জনসমাগম নিষিদ্ধ
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ৭:৪৮:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩টি স্থানে জনসমাবেশ নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এমবিবিএস কোর্সের ভর্তি পরীা উপলে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সরকারি মহিলা কলেজ এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর, ইত্যাদি বহন ও ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে এসএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপ্স) মু. মাসুদ রানা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।