হজযাত্রী নিবন্ধনের সময় আরও বাড়ল
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ৯:২১:০৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : হজযাত্রীদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় চূড়ান্ত ও শেষবারের মতো হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার।
ধর্ম মন্ত্রণালয় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৬ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং শেষবারের মতো নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে।
বাংলাদেশ থেকে এ বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার জন। হজ নিবন্ধনের জন্য ২ দফা সময় বাড়িয়েও সম্ভাব্য হজযাত্রীদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যায় সাড়া না পেয়ে তৃতীয় দফায় সময় বৃদ্ধি করতে বাধ্য হলো সরকার।
হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিস এসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব) এবং অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ জানিয়েছে, ‘এ বছর হজ প্যাকেজের অতিরিক্ত মূল্য নির্ধারণের কারণে অনেক হজযাত্রী নিবন্ধন করতে আগ্রহী হচ্ছেন না। আশকোনা হজ ক্যাম্প সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৪ হাজার ৬৯৯ জন হজযাত্রী। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।