বালাগঞ্জে ইপিআই সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালা
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৫:৩১:০৯ অপরাহ্ন
সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বৃহস্পতিবার ইপিআই সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় ইপিআই কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার ডাঃ ফাহিমা বেগম, উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন ও ও মহিলা ভাইস চেয়ারম্যান শেবু আক্তার মনি। বক্তারা ইপিআই কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে এ বিষয়ে সচেতন করতে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।
বিষয়ভিত্তিক বক্তব্যের আলোকে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কর্মশালার প্রশিক্ষণার্থীবৃন্দ। সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি