সরকারি মডেল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৫:৪৭:৩৪ অপরাহ্ন
মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হচ্ছে। সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে শিক্ষা খাত অন্যতম। শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। দেশের প্রতি তাদের ভালোবাসা থাকতে হবে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম। প্রভাষক করম আলীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও প্রভাষক প্রীতিশ সরকার এর গীতা পাঠের মধ্য দিয়ে এবং প্রভাষক আবু তাহের ও প্রভাষক মাহমুদা খানম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মান্নান খান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর প্রতীক অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী মামুন আকবর।
উপস্থিত ছিলেন প্রভাষক জাহাঙ্গীর আলম, রাজনীতিবিদ আফজাল হোসেন, ময়না মিয়া, এডভোকেট আশিকুর রহমান, প্রবাসী মোবারক আলী, মোশাহিদ আলী, জসীম উদ্দিন রানা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। শিক্ষার্থীরা অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করেন এবং খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি