টাংগুয়ার হাওরে বিষ দিয়ে শতাধিক হাঁস নিধন
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৬:৫২:১৩ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: মাদার ফিসারিজ রামসার সাইট টাংগুয়ার হাওরে বিষ দিয়ে ১০টি অতিথি পাখি ও খামারে পালিত দেশী শতাধিক হাঁস মারা গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরের রৌয়ার বিলে ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্ত খামারী নুর আলম উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন টাংগুয়ার হাওরে পাড়ের ছিড়ারগাও গ্রামের বাসিন্দা।খোঁজ নিয়ে জানা যায়, টাংগুয়ার হাওরের রৌওয়া বিলে প্রতিদিনের মতো খামারী নুর আলম তার ৫ শতাধিক হাঁস নিয়ে বিলে যায়। হাঁস বিলে নেমে বিলের ভিতরে খাবার খেতে শুরু করলে কিছু হাঁস বিষক্রিয়ায় ছটফট করতে শুরু করে। এসময় কয়েকটি হাঁস মারা যায়। এসময় ১০টি অতিথি পাখিও মারা যায়। এরপর একে একে শতাধিক হাঁসের মৃত্যু হয়। পরে এ ঘটনার ক্ষতিগ্রস্ত খামারী নুর আলম তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে মন্দিয়াতা গ্রামের মাতাব্বরগন মন্দিয়াতা গ্রামের বাসিন্দা শফিক মিয়াকে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ এনে বৃহস্পতিবার সকালে গ্রামে শালিস বসে ৫৬ হাজার টাকা জরিমানা করে মিমাংসা করে দেন। আর তাহিরপুর থানায় দায়ের করা অভিযোগটি উঠিয়ে নিবে বলে সিদ্ধান্ত হয়।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে অতিথি পাখি নিধনের খবর পাই নি। তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশন ভূমি আসাদুজ্জামান রনি জানান, অতিথি পাখি নিধনে খবর পেয়ে আমি সরজমিনে তদন্ত করেতে এসেছে। এই বিষয় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।