কানাইঘাটে রহিমিয়া আলিম মাদরাসায় শোক সভা
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৬:৫৮:৩৮ অপরাহ্ন
কানাইঘাটে রহিমিয়া মাদ্রাসার অডিটরিয়ামে শোক সভা ও দোয়া মাহফিল বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মস্তাক আহমদ পলাশ।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সালেহ উদ্দিনের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিনের পরিচালনায় শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার ফয়জুল ইসলাম, সড়কের বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুছ ছমি, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু তাইয়ীব, আব্দুছ ছালাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন দিলদার হোসেন সেলিম, সমাজসেবী মইন উদ্দিন মেম্বার, সাবেক সদস্য শাব্বীর আহমদ, গভর্নিং বডির সদস্য কবির আহমদ, এবাদুর রহমান, আব্দুল মন্নান,ভ বানীগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান বুলবুলসহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী,এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি