জগন্নাথপুরে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৭:১১:২০ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এতে ভূমিকম্প ও অগ্নিকান্ডে তাৎক্ষণিক করণীয় নানা কলা-কৌশল প্রদর্শন করেন জগন্নাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় মহড়া উপলক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, আশারকান্দি ইউপি চেয়ারম্যান মো.আইয়ূব খান ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ আল মাসুদ প্রমূখ।