মাধবপুরে টমটম ছিনতাই, স্বামী স্ত্রীসহ কারাগারে ৩
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৭:২৪:২৮ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে মাজারে যাওয়ার কথা বলে টমটম ছিনতাইকালে স্বামী স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মাধবপুর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে। তারা হল, হবিগঞ্জ সদর থানার হরিপুর গ্রামের গফুর মিয়ার ছেলে মনির (৩২), তার স্ত্রী তানিয়া (১৯), একই থানার যশোঅপদা গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে সাইফুল (১৯)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বুধবার বিকেলে গ্রেফতারকৃত তিন ব্যক্তি শাহজিবাজার ফতেগাজী (রঃ) মাজারে যাওয়ার কথা বলে মাধবপুর উপজেলার বাহুবল ফদ্রখলা গ্রামের বকুল মিয়া নামে এক টমটম চালককে ভাড়া নেয়। পথিমধ্যে টমটম চালককে নেশা জাতীয় পানীয় পান করিয়ে অজ্ঞান করে টমটম ছিনিয়ে নেওয়ার সময় জনতার সহায়তার মাজার এলাকা থেকে তাদের টমটমসহ গ্রেফতার করা হয়। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।