স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৭:৩৯:৪০ অপরাহ্ন
স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের ২০২৩-২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯ মার্চ) স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুর রহমান ও সিনিয়র সদস্য একরাম হোসেন এবং ইসলাম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে সজিব আহমদ চৌধুরী রুবেলকে সভাপতি ও আব্দুল আজিজ তামিমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি জামাল আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক রাজু আহমদ, দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আবুল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন মিয়া, সিনিয়র সদস্য শাহেদ আহমদ ও একরাম হোসেন তালুকদার। বিজ্ঞপ্তি