দোয়ারায় নিখোঁজের ১ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৮:৩৪:৩৮ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মারফশি নদী থেকে নিখোঁজের ১ দিন পর নুরু মিয়া (৮৫) নামে এক বৃদ্ধের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তার অর্ধ গলিত লাশ উদ্ধার করে দোয়ারাবাজার থানা পুলিশ। নিহত নুরু মিয়া দোয়ারাবাজার উপজেলার মারফশি গ্রামের মৃত ইসাক আলীর ছেলে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর ঘটনা তদন্ত করে কোনো অভিযোগ না থাকায় এলাকাবাসীর কাছে লাশ হস্তান্তর করা হয়।