তাহিরপুুরে বৃত্তিপ্রাপ্তদের আব্দুল আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৮:৩৯:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ক্বারী আব্দুল আলী মেমোরিয়াল ফাউন্ডেশন।বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের বীর জয়লক্ষী ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
বীর জয় লক্ষী ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী হায়দারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দীন আলালের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম, ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল আলীম ইমতিয়াজ, আজিজুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক নাসরুম ও জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর জয় লক্ষী ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুপালি রায়, সহকারী শিক্ষিকা শুক্লা রাণী রায়, মিলন আক্তার, মোছাঃ নাসিরা আক্তার ও স্বরনীকা তালুকদার।
উল্লেখ্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সম্মাননা স্মারক তুলে দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল আলীম ইমতিয়াজ। বিজ্ঞপ্তি