বাড়ছে তাপমাত্রা, সিলেটে সর্বোচ্চ ৩৩.৪
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৯:১২:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আজ ২৫ ফাল্গুন। তবে ফাগুনের আমেজের মাঝেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে তাপমাত্রা উঠেছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে যা চলতি মাসে সর্বোচ্চ ৪০ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। একইসাথে চলতি মাসের ১৫ তারিখের পর থেকে কালবৈশাখী ঝড় শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ১৫ তারিখের পর থেকে মূলত ঝড় বৃষ্টি শুরু হতে পারে। তাপমাত্রা ইতোমধ্যে বেশ বেড়ে গেছে। চলতি মাসে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরণের এবং ১ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা রয়েছে। এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ২ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরণের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে সিলেটে ৩৩ দশমিক ৪, ঢাকায় ৩২ দশমিক ৭, রাজশাহীতে ৩৩, রংপুরে ৩১ দশমিক ৬, ময়মনসিংহে ৩১, চট্টগ্রামে ৩৩ দশমিক ৯, খুলনায় ৩২ দশমিক ৫ এবং বরিশালে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।