জল্লারপাড় ও মজুমদারপাড়ায় অগ্নিকাণ্ড
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ১২:১৩:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : একই দিনের নগরীর পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর জল্লারপারস্থ ওয়াকওয়ের একটি টং দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা। তবে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়র আগুন নেভাতে সক্ষম হন। এতে অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
এদিকে একই দিন বিকেল ৩টার দিকে নগরীর মজুমদার পাড়াস্থ কবরস্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে স্থানীয়রা আগুন নেভানোর কারণে ফায়ার সার্ভিসকে আর কল দেয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে সাড়ে ৩ দিকে নগরীর জল্লারপার ওয়াকওয়ের ‘কুড়ের চা’ নামের টং দোকানে অগ্নিকাণ্ডের ঘটেছে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল দেয়া হয়। ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়রা মিলে আগুন নিভিয়ে দেয়। ধারণা করা হচ্ছে পিছনের বস্তি থেকে সিগারেটের অবশিষ্ট অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে প্রায় ৫০ থেকে ৬০ হাজর টাকার ক্ষতি হতে পারে বলে দোকান মালিক জানিয়েছেন।
এদিকে এর আগে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নগরীর মজুমদারপাড়ার কবরস্থানে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। তবে কবরস্থানের বাইরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন আগুন নিভিয়ে ফেলেন।
স্থানীয়রা জানান, বিকালে মজুমদারপাড়ার মুহাম্মদ আলী রোডের পার্শ্ববর্তী কবরস্থানে হঠাৎ আগুন জ্বলে উঠে। বিয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বালতি, কলস ও মগে পানি নিয়ে ছুটে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। তবে ফায়াস সার্ভিসকে খবর দেওয়া হয়নি। আশঙ্কা ছিল এ কারণে যে- এই কবরস্থানের পাশ দিয়ে গ্যাস লাইন চলে গেছে। দ্রুত নেভানোর কারণে আগুন গ্যাস লাইন পর্যন্ত না যাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা হয়েছে। ধারনা করা হচ্ছে জ¦লন্ত সিগারেটের অবশিষ্ট অংশ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।