২ মাস ধরে বন্ধ শাহজালাল সার কারখানার উৎপাদন: দৈনিক লোকসান ৫০ লাখ টাকা
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ১১:২১:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২ মাস ধরে বন্ধ রয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিডেটের (এসএফসিএল) উৎপাদন। গ্যাস টারবাইনে গোলযোগের কারণে কারখানায় গত ৯ জানুয়ারি উৎপাদন বন্ধ হয়ে পড়ে। এতে কারখানায় প্রতিদিন লোকসান গুণতে হচ্ছে প্রায় ৫০ লাখ টাকা।
শাহজালাল সারকারখানা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি গ্যাস টারবাইনের সফটওয়ার বিকল হওয়ায় বন্ধ হয়ে যায় উৎপাদন। এরপর কারখানার নিজস্ব প্রকৌশলীরা এটি মেরামতের চেষ্টা করেও পারেননি। গতকাল বৃহস্পতিবার ভেন্ডরের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রপাতি আনা হয়েছে। এখন দ্রুততম সময়ের মধ্যে ত্রুটি শেষ করে কারখানাটি ফের উৎপাদনে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
জানা গেছে, প্রতিদিন ১৭৬০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের ক্ষমতাসম্পন্ন এই কারখানায় বন্ধ হওয়ার পূর্বে প্রতিদিন গড়ে ১৫০০ মেট্রিক টন করে ইউরিয়া উৎপাদন হতো। এছাড়া এখানে উপজাত হিসেবে উৎপাদন হয় তরল এমোনিয়া।
শাহজালাল সারকারখানা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াবুল হোসেন বৃহস্পতিবার রাতে দৈনিক জালালাবাদকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গত ৯ জানুয়ারী থেকে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। বিদেশ থেকে যন্ত্রপাতি এবং বিশেষজ্ঞ এসে ইতোমধ্যে মেরামত কাজ শুরু করেছেন। আমাদের প্রত্যাশা আগামী সপ্তাহের শুরু থেকেই ফের উৎপাদনে যাওয়া সম্ভব।
জানা গেছে, জরাজীর্ণ হয়ে পড়া প্রাকৃতিক গ্যাস সারকারখানার (এনজিএলএফ) পাশে ২০১২ সালে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে এসএফসিএল’র নির্মাণ কাজ শুরু হয়। ২০১৬ সাল থেকে এই কারখানায় উৎপাদন শুরু হয়। তবে নানা গোলযোগে বিভিন্ন সময়ই উৎপাদন বন্ধ থাকে নতুন প্রতিষ্ঠিত এ কারখানায়। বারবার উৎপাদন বন্ধ হওয়ার কারণে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।