বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে ৭ মার্চ উদযাপন
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৫:৩৫:৫৭ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপলক্ষে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২.৩০ মিনিটে দূতাবাস প্রাঙ্গণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলামের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা ও উন্মুক্ত আলোচনা হয় এবং ৭ মার্চ দিবসের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মো. মাহফুজ রহমান, প্রথম সচিব মো.ইলিয়াছুর রহমান, তৃতীয় সচিব তাছির উদ্দিনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।
শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের পাশাপাশি বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।