তাহিরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৫:৩৯:৫৮ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সব সময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজি মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন, যুবলীগ নেতা আবুল কাশেম, উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, অফিস সহকারী রফিক মিয়া, ফায়ার সার্ভিসের লিডার কামাল পাশা, সাব অফিসার সাইদুল ইসলাম, ওয়াল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপি প্রোগ্রাম অফিসার মোঃ মহসিন খানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী।