বড়লেখায় প্রতিপক্ষের হামলায় আহত ৫, আটক ১
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৭:০৬:০৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় ভূমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুর্শিবাদকুরা গ্রামে হামলার শিকার দেলোয়ার হোসেনের বসত বাড়ির সামনের রাস্তায়। আহত তিন জনের অবস্থায় আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় আহত তাহেরা নাজমিন প্রতিপক্ষের ৭ ব্যক্তির নাম উল্লেখ করে শুক্রবার বিকেলে থানায় অভিযোগ দিলে পুলিশ আশরাফুল ইসলাম নামের আসামীকে আটক করেছে।
আহতরা হলেন, দেলোয়ার হোসেন (৬০), তার স্ত্রী আফিয়া বেগম (৫০), ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৮), ইমতিয়াজ হোসেন লিমন (২১) ও মেয়ে তাহেরা নাজমিন।
স্থানীয় সূত্র ও থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য মস্তাক আহমদের সাথে দেলোয়ার হোসেনের ভিটা শ্রেণির ভূমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় মস্তাক আহমদ কয়েকজন ভাড়াটিয়া লোক নিয়ে বিরোধীয় ভূমি জবর দখলে গেলে দেলোয়ার হোসেনের ছেলে ইমতিয়াজ হোসেন লিমন তাদেরকে বাধা দেয়। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। তার চিৎকারে বাবা-মা, ভাই-বোন এগিয়ে গেলে জবরদখল চেষ্টাকারীরা তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।
বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান শুক্রবার সন্ধ্যায় জানান, হামলার ঘটনার অভিযোগ পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।