শান্তিগঞ্জে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৭:১০:২০ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি:
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের সকল কার্যক্রম বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সভা করেছেন পশ্চিম ইউনিয়নের তৌহিদী জনতা। শুক্রবার বাদ জুম’আ ইউনিয়নের পাগলা বাজারে এ বিক্ষোভ মিছিল ও সভা করেন তারা।
মাওলানা রেজুয়ান আহমদ ও হাফিজ আবু সাইদের যৌথ পরিচারনায় সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ও কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা তাহির আহমদ জামলাবাদী।
উপস্থিত ছিলেন মুফতি মুনাজির আহমদ, মাওলানা ছালিক আহমদ, মো. সজিব আহমদ, মাওলানা সাদিকুর রহমান, গাজি আবুল কালাম, কবির আহমদ, মো. সালেহ্ আহমদ, মো. নাছির উদ্দিন, মুফতি রায়হান আহমদ, হাফিজ আনোয়ার হোসেন, ক্বারী সোয়াইব আহমদ, আবিদুর রহমান, হাফিজ হেলাল হাসান, শাহীন রহমান, মো. আলী হোসেন, হাফিজ মাহবুবুর রহমান, মো. সাইদুর রহমান ও মোশাররফ হোসেন প্রমুখ।