নাট্যকর্মী মুমিনুল রাজীবের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৭:১৪:৫৭ অপরাহ্ন
নাট্যকর্মী মুমিনুল রাজীব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
মুমিনুল রাজীব সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নিয়মিত সদস্য। তার মৃত্যুতে সিলেটের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
রাজীব মৃত্যুকালে মা, স্ত্রী, তৃতীয় শ্রেণীতে পড়ুয়া একমাত্র মেয়ে এবং দুই ভাই রেখে গেছেন। শুক্রবার বাদ জুম’আ নগরীর শাহী ঈদগায় রাজীবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর রাজীবের গ্রামের বাড়ি খালপাড় শাহী ঈদগাতে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় তাকে। বিজ্ঞপ্তি