বিশ্বনাথে ট্রান্সফরমার চোর গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৮:৩৭:১০ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চোরচক্রের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে মৌলভীবাজারের রাজনগর উপজেলার গড়গাঁও গ্রামের তায়েফ আলীর ছেলে সুবেল মিয়া। এসময় সুবেলের সাথে থাকা ইলেক্ট্রনিক তার কাটার, প্লাসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে সুবেলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাগিছা বাজার এলাকা থেকে থানার এসআই বিনয় ভুষন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিনয় ভুষন চক্রবর্তী জানান, গত বছরের নভেম্বরে লামাকাজীতে একটি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হলে বিশ^নাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবেল স্বীকার করেছে এ ঘটনায় সে জড়িত রয়েছে এবং আরো বেশ কয়েকজনের নামও সে বলেছে।
গ্রেফতার ও সুবেল মিয়াকে জেলহাজতে প্রেরণের সত্যতা জানিয়ে বিশ^নাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, সে বেশ কয়েকজনের নাম বলেছে। আমার তার তথ্যের আলোকে আইনানুগভাবে এগোচ্ছি।