ডাচ বাংলা ব্যাংক এজেন্টের সাড়ে ৬ লাখ টাকা চুরি
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৮:৫৮:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দিন-দুপুরে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে সাড়ে ৬ লাখ টাকা চুরি হয়ে গেছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়েনের শক্তিয়ারখলা বাজারে অবস্থিত এজেন্ট ব্যাংকে এ চুরির ঘটনা ঘটে।
ব্যাংকের সুনামগঞ্জ শাখার তত্ত্বাবধানে থাকা এজেন্ট ব্যাংক আয়ন স্টোরের পরিচালক মো. কাউসার আলম এ তথ্য জানান। তিনি জানান, সকাল প্রায় ১১টায় এজেন্ট ব্যাংক অফিসের শাটার খোলা রেখেই জরুরি কাজে পার্শ্ববর্তী দোকানে গিয়ে ছিলেন। প্রায় আধাঘণ্টা পরে এসে দেখেন তার অফিসের ড্রয়ারে রাখা ৬ লাখ ৩০ হাজার টাকা নেই। এ সময় তিনি দ্রুত সিসি ক্যামেরা ফুটেজ খুলে দেখতে পান প্রায় আধা ঘন্টা আগে একজন লোক অফিসে ঢুকে শপিং বেগে ভরে টাকাগুলো নিয়ে গেছে। সঠিকভাবে তার চেহারা শনাক্ত করা যাচ্ছে না।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ফুটেজ নিয়ে চোরকে শনাক্তের চেষ্টা চলছে।