প্রতিশ্রুতি ভাঙলে নদীতে চুবানো হয় নেতাদের
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৭:৫৬:১৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা জনগণকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। নির্বাচন এলে তো আর কথাই নেই। তখন প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। কিন্তু ভোট হয়ে যাওয়ার পর কোনো প্রতিশ্রুতি পূরণ হয়, আবার কোনো প্রতিশ্রুতি চাপা পড়ে যায়। কিন্তু যারা ভোট দিয়ে জিতিয়ে আনলেন, তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ হলে কি রাজনেতারা ‘সাজা’ পান? এমনটা খুব একটা শোনা যায় না। তবে এই পৃথিবীতেই এমন একটি দেশ আছে যেখানে রাজনেতারাও প্রতিশ্রুতি ভঙ্গ করলে ‘সাজা’ পান।
হ্যাঁ, ঠিকই শুনছেন। বাস্তবে এমনই একটি শহর আছে যেখানে জনসাধারণই ‘সাজা’ দেন নেতা-মন্ত্রীদের। আর সেই জায়গাটি হলো ইতালির ছোট শহর ট্রেন্টো। এই শহরে রাজনেতাদের ‘সাজা’ দেওয়া হয়ে থাকে। এই রীতিটির নাম ‘টোঙ্কা’। এই শহরে কোনো নেতা বা মন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পর তা যদি পালন না করেন, তাহলে সেই নেতা বা মন্ত্রীকে শহরবাসীরা নদীর ধারে নিয়ে আসেন। তারপর তাকে বড় একটি খাঁচায় আটকে নদীর মাঝখানে এক সেকেন্ডের জন্য সেটি অর্ধেক ডুবিয়ে দেন। তারপর আবার তুলে নেওয়া হয়।
শহরবাসীদের দাবি, নেতা যে ভুল করেছেন সেটা তাকে উপলব্ধি করানোর জন্যই এই ধরনের ‘শাস্তি’ দেওয়া হয়। প্রতি বছরের জুনে নেতাদের বছরভর প্রতিশ্রুতির হিসাব নেওয়া হয়। কতগুলো পালিত হয়েছে, কতগুলো পালিত হয়নি, তার হিসাব কষা হয়। তারপরই শাস্তির ব্যবস্থা করা হয়। এটা এক ধরনের ‘শাস্তি দেওয়ার উৎসব’। প্রতি বছর ২৬ জুনের আগের যে শেষ রোববার পড়ে, সে দিনই এই শাস্তি দেওয়ার আয়োজন করা হয়।
সূত্র : এবিপি