জুড়ীতে ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৫:৪১:৪৭ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে এস এম জাকির হোসাইন ফ্লাড লাইট মিডিয়াম বার ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গোয়ালবাড়ী ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে ৩-২ গোলে মাধবপুঞ্জি ফুটবল একাদশকে হারিয়ে ইয়াং স্পোর্টিং ক্লাব কৃষ্ণনগর চ্যাম্পিয়ন হয়।
ইয়াং স্পোর্টিং ক্লাব পূর্ব গোয়ালবাড়ী (হালগরা) আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে ক্লাব সভাপতি তাজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক এস এম জাকির হোসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ লেমন, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুয়েল উদ্দিন, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এম এ মুজিব মাহবুব, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মাহবুব, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজী, প্রচার সম্পাদক মো: বেলাল হোসাইন, আয়োজক ক্লাব সদস্য এমরান আহমদ, সাকিল আহমদ, আবির চৌধুরী প্রমুখ।